source
stringlengths 10
938
| target
stringlengths 13
658
|
---|---|
তাছাড়া নগরীর সন্নিকটে ভিসুভিয়াস তো ছিলই। | তাছাড়া শহরের কাছে ভিসুভিয়াস ছিল। |
কিছু কিছু ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোগ প্রতিরোধ ব্যবস্থার বেশ সমস্যায় পড়তে হয়। | কিছু কিছু ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বেশ কয়েকটা সমস্যার সঙ্গে মোকাবিলা করতে হয়। |
তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, "হঠাৎই বিস্ফোরণের শব্দ পাই। | তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, "আমি হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। |
এরপর আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি। | তারপর আমি ইউএনও স্যারকে বিষয়টার কথা বললাম। |
তিনি বলছেন, লাইসেন্সবিহীন কোন নিরাময় কেন্দ্র পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। | তিনি বলেছিলেন যে, লাইসেন্স ছাড়া যদি কোনো স্বাস্থ্য কেন্দ্র থাকে, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। |
গাদ্দাফির বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে সারকোজি সে প্রচেষ্টাই করেছিলেন। | সারকোজি গাদ্দাফির বিরুদ্ধে এই হামলায় নেতৃত্ব প্রদানের মাধ্যমে এই প্রচেষ্টা চালিয়েছেন। |
একদিন আর্তুগ্রুল তার ছোট দলটি নিয়ে এশিয়া মাইনরের পশ্চিম দিক বরাবর যেতে যেতে একদল মানুষকে যুদ্ধরত অবস্থায় দেখতে পান। | একদিন, আর্তুগ্রুল তার ছোট্ট দলকে এশিয়া মাইনরের পশ্চিম দিকে নিয়ে গিয়েছিলেন, যাতে তারা একটা যুদ্ধে একদল লোককে দেখতে পায়। |
টাকা বা মুদ্রা, দরোজার হাতল এবং অন্যান্য শক্ত যেসব জিনিস আমরা হাত দিয়ে ধরি সেখান থেকে সংক্রমণের আশঙ্কা কতখানি? | টাকাপয়সা অথবা মুদ্রা, দরজার হাতল এবং আমাদের হাতে থাকা অন্যান্য কঠিন বস্তু থেকে সংক্রমণের ঝুঁকি কতটা? |
মাউস যুক্ত করে মূলত বড় স্ক্রিনের ফোন কিংবা ট্যাব আপনি সহজে ব্যবহার করতে পারবেন। | মাউস সংযুক্ত করে আপনি বড় পর্দার ফোন বা ট্যাবে প্রবেশ করতে পারবেন। |
গবেষকরা দেখিয়েছেন, এই পদ্ধতিটি বেশ প্রভাবের সাথেই কোনো অভ্যাস পরিবর্তনে সাহায্য করে। | গবেষকরা দেখিয়েছে যে, এই পদ্ধতি এক অভ্যাসকে পরিবর্তন করতে সাহায্য করে, যা যথেষ্ট প্রভাব ফেলে। |
ইয়ু পরে বলেছেন, আমি ওকে অনেকবার না করেও ঠেকাতে পারিনি। | ইয়ু পরে বলেছিল যে, আমি তাকে এতবার না করে থামাতে পারব না। |
রবার্ট লিপ সাইড মনে করতে পারেন সেই লড়াইয়ের নাটকীয় মুহুর্তগুলো। | রবার্ট লিপসাইড যুদ্ধের নাটকীয় মুহূর্তগুলি স্মরণ করেন। |
কমবেশি অনেক ভৌতিক গল্প বা সিনেমায় এমন ঘটনার অবতারণা দেখা যায়। | কমবেশি ভৌতিক গল্প বা চলচ্চিত্রে এ ধরনের ঘটনা পাওয়া যায়। |
আবার যার বর্তমান আয়ের পরিমাণ কম, সে বিদ্যমান সম্পদের বেশি পরিমাণ পাবে। | আবার যাদের বর্তমান আয় কম, তারা বিদ্যমান সম্পদের চেয়ে বেশি পাবে। |
বেঞ্জেড্রিন হলো প্রথম ড্রাগ, যা শিশুদের হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার চিকিৎসায় ব্যবহার করা হয়। | শিশুদের হাইপারএ্যাকটিভিটি ডিজঅর্ডারের চিকিৎসায় বেঞ্জেড্রিন প্রথম ঔষধ। |
স্বাভাবিকভাবেই পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার সুযোগ পাননি। | স্বাভাবিকভাবেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ পাননি। |
[২] সেদিন সকালবেলাতে গ্রাউন্ড ক্রুরা শিপের দড়িগুলো ভূমির সাথে আটকাচ্ছিল যাতে করে এয়ারশিপটি এক জায়গায় স্থির থাকতে পারে। | [২] সকালে বিমান কর্মীরা জাহাজের দড়িগুলো মাটির সঙ্গে আটকে রেখেছিল, যাতে বিমানগুলো এক জায়গায় থাকতে পারে। |
ফলে দুজনেরই জন্মগতভাবে বলের ওপর নিয়ন্ত্রণ অস্বাভাবিক। | ফলে, তাদের উভয়ের জন্মগতভাবে বলের উপর নিয়ন্ত্রণ রাখা অস্বাভাবিক। |
এই গানের সাথে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোর মধ্যে দৌর, থালি, রাসিঙ্গা, দমুন, ঢোলকি, ঢোল, ভনকোড়া, হারমোনিয়াম, তবলা প্রভৃতি উল্লেখযোগ্য। | এ গানে ব্যবহূত বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে দাওর, থালি, রসিঙ্গা, ধুমুন, ঢোলকি, ঢোল, ভাঙ্কোড়া, হারমোনিয়াম, তবলা ইত্যাদি। |
১৯৮৪ সালে তার মৃত্যু ঘটে। | ১৯৮৪ সালে তাঁর মৃত্যু হয়। |
আর তা কখনো কখনো যুদ্ধের সূচনা করে। | আর কখনো কখনো এটা যুদ্ধ শুরু করে। |
যেহেতু দলে কোনো লেগস্পিনার নেই, আমি চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে সেই অভাব পূরণের। | যেহেতু দলের মধ্যে কোনো লেগপিনার নেই, তাই আমি আমার যথাসাধ্য চেষ্টা করে সেই শূন্যস্থান পূরণ করব। |
ওই যে সেদিন তোমাকে নিয়ে খেলেছিলাম! | সেই দিনই আমি তোমার সঙ্গে খেলেছিলাম! |
আমি ভয় পেয়ে গেলাম - বুঝতে পারছিলাম না কি করবো। | আমি ভয় পেয়েছিলাম - আমি জানতাম না কী করতে হবে। |
কিন্তু ছেলেবেলার দিনগুলো তার মাথায় প্রতিনিয়ত ঘোট পাঁকাতো। | কিন্তু তার শৈশবের দিনগুলো সবসময় তার মাথায় ঘুরত। |
তাছাড়া উন্মুক্ত বারান্দা আর প্রশস্ত করিডোরের কল্যাণে ভেতরে পর্যাপ্ত বাতাস আসা-যাওয়া করে। | এছাড়া খোলা বারান্দা ও প্রশস্ত বারান্দার সাহায্যে ভেতরে প্রচুর বাতাস চলাচল করে। |
টর্চের আলোতে দেখা যায়, তারা জলধারার উপর একটি শিলায় বসে ছিল। | মশালের আলোয় দেখা গেল, তারা পানির ওপর একটা পাথরে বসে আছে। |
তিনি কন্ঠশিল্পী হয়ে ওঠেন নিছক দুর্ঘটনাবশত। | তিনি শুধুমাত্র দুর্ঘটনাক্রমেই একজন কণ্ঠশিল্পী হয়ে ওঠেন। |
রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় তার বাবাই কোলে করে তাকে সিংহাসনের কাছে নিয়ে গিয়েছিলেন। | রাজ্যাভিষেকের সময়, তার বাবা তাকে তার হাত ধরে সিংহাসনে নিয়ে যান। |
বিশ্বকাপ শেষে পুরো বিশ্বকাপে ম্যারাডোনার পারফর্মেন্স নিয়ে হিরো নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে ফিফা। | বিশ্বকাপের শেষে, ফিফা সারা বিশ্বকাপ জুড়ে ম্যারাডোনার পারফরমেন্সের উপর একটি তথ্যচিত্র তৈরি করে, যার নাম হিরো। |
এ মৌসুমের শুরু থেকে তিনি তার চিরচেনা ফর্মে নেই। | মৌসুম শুরু হবার পর থেকে তিনি তাঁর চিরপরিচিত ফর্মে অবস্থান করেননি। |
অবশ্য এরেম্বাল্ড পরিবারের ক্ষমতা লাভের ইতিহাসও কম বিচিত্র ছিলো না। | তবে এরেম বাল্ড পরিবারের ক্ষমতার ইতিহাস এমনকি কম হাস্যকরও ছিল না। |
একজন লিজিয়ন তার প্রথম পদোন্নতি লাভ করতো 'দেকানাস ' নামক পদে। | লিজিওনের প্রথম পদোন্নতি ছিল 'ডিকানাস' পদে। |
২০০৭ সালে সংসদ এবং সরকারকে শাকরে ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছিল। | ২০০৭ সালে সংসদ ও সরকারকে শাকারে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। |
এই ফুলের অনেক বৈজ্ঞানিক গুরুত্বও আছে। | ফুলটির বৈজ্ঞানিক তাৎপর্যও অনেক। |
তবে সে সময় সার্জিক্যাল মাস্কের প্রচলন ছিল উল্লেখযোগ্য। | তবে সার্জিক্যাল মাস্ক তখন প্রচলিত ছিল। |
আমার সাথে আলোচনার সময় তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। | আমার সঙ্গে কথা বলার সময় তিনি এই পরামর্শই দিয়েছেন। |
মি. এল-দাহশান বলেন, ফিলিস্তিনি নেতৃত্ব এখনও মুখে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি বাতিল করে দেননি। | জনাব এল দাহশান বলেছেন যে ফিলিস্তিনি নেতারা এখনো তাদের মুখে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি নাকচ করে দেননি। |
উপন্যাসের চরিত্রগুলো কখনো কখনো হয়ত রসের উদ্রেক করেছে। | উপন্যাসটির চরিত্রগুলি কখনও কখনও হাস্যরসের অনুভূতি জাগিয়ে তোলে। |
সেক্ষেত্রে বাংলাদেশের পারিবারিক সহিংসতা আইনের অধীনে যৌন সহিংসতার মামলা করলে কিছু প্রতিকার পাওয়া যেতে পারে। | এ ক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইনের আওতায় কোনো যৌন সহিংসতার মামলা দায়ের করা হলে তার প্রতিকার হতে পারে। |
১০-১৫ জন সেরা যোদ্ধা বাছাই করেন তিনি। | তিনি সেরা ১০-১৫ জন যোদ্ধাকে বেছে নেন। |
তাদের বিয়ের পরপরই নুর জাহান প্রথম যে রাজকীয় ফরমান জারি করেছিলেন তা ছিল এক রাজকর্মচারীর জমির অধিকার রক্ষায়। | বিয়ের অব্যবহিত পরেই নূর জাহান কর্তৃক জারিকৃত প্রথম রাজকীয় ফরমানটি ছিল একজন কর্মকর্তার জমির অধিকার রক্ষা করা। |
এদিকে রবিবার থেকে ইউরোপের দেশগুলো তাদের নাগরিকদের ফাইজারের কোভিড-১৯ টিকা দিতে শুরু করেছে। | ইতোমধ্যে রবিবার থেকে ইউরোপীয় দেশগুলি তাদের নাগরিকদের কোভিড-১৯ টিকার মাধ্যমে অনাক্রম্য করতে শুরু করেছে। |
একাধিকবার এঙ্কোলোসোর সাক্ষাৎকার নেওয়া স্যান ফ্রান্সিসকো ক্রনিকলের সাংবাদিক আর্থার হোপ তার আত্মজীবনীতে লিখেছেন , তার ধারণা ছিল তারা নিজেরা এঙ্কোলোসোকে নিয়ে মজা করছিলেন না, বরং এঙ্কোলোসোই তার এসব কর্মকাণ্ডের মাধ্যমে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন, রেসিজম এবং রাশিয়ানদেরকে হারানোর জন্য আমেরিকার বিলিয়ন ডলার খরচের স্পেস মিশন নিয়ে কটাক্ষ করছিল। | সান ফ্রান্সিসকো ক্রনিকলের সাংবাদিক আর্থার হোপ তাঁর আত্মজীবনীতে একাধিকবার এনকোলোসোর সাক্ষাৎকার নিয়েছেন। তিনি লিখেছেন যে তিনি আঙ্কোলোসোর নিজের সম্পর্কে রসিকতা করছিলেন না, বরং ইঙ্গলোসোই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, আরামবাদ এবং রাশিয়ানদের তাঁর কাজে পরাজিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের মহাকাশ মিশনকে কটাক্ষ করছিলেন। |
এর দুই পাশে আবার দুটি এল-আকৃতির নল আছে। | উভয় পাশে দুটি এল-আকৃতির টিউব রয়েছে। |
হাঁটার গতির ওপর সহজ এক পরীক্ষা চালিয়ে গবেষকরা কতো দ্রুত বয়স বাড়ছে সেটা পরিমাপ করতে সক্ষম হয়েছেন। | হাঁটার গতি সম্বন্ধে এক সাধারণ গবেষণায়, গবেষকরা গবেষকদের বয়স পরিমাপ করতে সমর্থ হয়েছেন। |
তিনি আর কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না বলে কর্তৃপক্ষকে কথা দিয়েছেন। | তিনি কর্তৃপক্ষের কাছে প্রতিজ্ঞা করেছেন যে, তিনি অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না। |
এর মধ্যে 'ওয়ান কাপ অব কফি' নামের গানটি মার্লে 'বব মার্টেল' ছদ্মনামে প্রকাশ করেন। | তাদের মধ্যে "ওয়ান কাপ অফ কফি" গানটি মার্লি কর্তৃক "ববব মার্টেল" ছদ্মনামে প্রকাশিত হয়। |
বাবা হযরত এনায়েত খান ছিলেন সুফিবাদের শিক্ষক, মা পিরানী আমেনা বেগম আমেরিকান পণ্ডিত পিয়ার বার্নার্ডের আপন বোন। | তাঁর পিতা হযরত এনায়েত খাঁ ছিলেন সুফিতত্ত্বের শিক্ষক এবং মাতা পিরানী আমেনা বেগম ছিলেন মার্কিন পন্ডিত পিয়ার বার্নার্ডের বোন। |
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে স্কুল অব ল -এর হিউম্যান রাইটস সেন্টারের সাথে যৌথভাবে অনুসন্ধান চালানো হয়েছিল। | ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে স্কুল অব ল-এর মানবাধিকার কেন্দ্রের সাথে যৌথভাবে এই তদন্ত পরিচালিত হয়। |
হিজফেল্ড জানতেন জিদানকে ম্যানমার্ক করা অসম্ভব। | হেজফেল্ড জানতেন যে জিদানকে চিহ্নিত করা অসম্ভব। |
"তখন অনেক তরুণ কবির সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। | "সেই সময়, আমি অনেক অল্পবয়সি কবির সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। |
১২৯৩ সালে এই বোটানিক্যাল গার্ডেনটি গড়ে তোলা হয়। | ১২৯৩ সালে বোটানিক্যাল গার্ডেন নির্মিত হয়। |
যা-ই হোক, সেইবার ৩৫৫৭টি পাস খেলেছিলো স্পেন, যা সে অবধি ইতিহাসের সেরা। | যা-ই হোক না কেন, স্পেন সেই বছর ৩৫৫৭টি খেলায় অংশ নিয়েছিল, যা ইতিহাসে সবচেয়ে সেরা। |
ছোটবেলায় ব্যাপারটি ছিল আরো বেশি কঠিন। | ছোট বেলায়, এটা আরও কঠিন ছিল। |
অনেক চেষ্টা করেও বৃদ্ধা মহিলাকে বাঁচাতে না পারলে মহিলার ছেলেকে সাথে নিয়ে তার পুরনো গোত্রের কাছে ফিরে যায় সে। | যদিও তিনি সেই বৃদ্ধ মহিলাকে রক্ষা করতে পারতেন না, তবুও তিনি তার ছেলেকে সঙ্গে নিয়ে তার পুরোনো সমাজে ফিরে গিয়েছিলেন। |
সঞ্চয়পত্র কেনার পাশাপাশি তার মুনাফাও সরাসরি গ্রাহকদের হিসাবে জমা হয়ে যায়। | সঞ্চয়পত্র কেনা ছাড়াও তার মুনাফা সরাসরি ক্রেতার নিকট জমা দেওয়া হয়। |
তাই ছোটবেলা থেকেই লুকিয়ে তাঁর ভাইয়ের তালিম নেওয়া দেখতেন আর সেটি রেওয়াজ করতেন। | তাই, একেবারে ছোটবেলা থেকেই তিনি গোপনে তার ভাইয়ের শিক্ষা দেখতে ও তা পালন করতেন। |
তবে তাঁর ক্ষতগুলো মোটেও উপেক্ষা করার মতো ছিল না। | কিন্তু, তার ক্ষতগুলোকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত ছিল না। |
তবে নারীদের প্রতি এই চিরন্তন ধ্যানধারণার নিশ্চিতভাবে বদল হচ্ছে, যদিও একজন নারী রাজনীতিক মাতৃত্বের সাথে তার যোগাযোগের বিষয়টা থেকে এখনও মুক্তি পাওয়ার অবস্থায় পৌঁছতে পারেননি। | যাইহোক, নারীদের প্রতি এই চিরন্তন দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তিত হচ্ছে, যদিও একজন মহিলা রাজনীতিবিদ এখনও তার সংযোগ থেকে মাতৃত্ব পর্যন্ত মুক্ত হওয়ার পর্যায় পর্যন্ত পৌঁছুতে পারেননি। |
এখন প্রশ্ন হলো- এই প্রেমিক জুটির মৃত্যু কীভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটালো? | এখন প্রশ্ন হল, কীভাবে এই প্রিয় দম্পতির মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল? |
ব্যাটিং ও বোলিং পাওয়ারপ্লেতে বৃত্তের বাইরে থাকতে পারবেন তিনজন খেলোয়াড়। | ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি তিনজন খেলোয়াড় বৃত্তের বাইরে অবস্থান করতে পারেন। |
এটাই যায় - যে ভারত হল মার্কিনিদের সবচেয়ে বিশ্বস্ত, ভরসা করার বন্ধু। | এটাই যায়- ভারত আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত ও বিশ্বস্ত বন্ধু। |
মেক্সিকোর সর্ববৃহৎ এই ড্রাগ কার্টেলকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম ড্রাগ কার্টেল বলা হয়। | মেক্সিকোর সবচেয়ে বড় মাদক পাচারকারী চক্রকে বলা হয় বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর মাদক পাচারকারী দল। |
এই ছয় মাসে তিনি দিল্লীতে অনুষ্ঠিত বেশ কিছু ব্যবসাভিত্তিক প্রতিযোগিতায় অংশ্রগ্রহণ করে প্রায় ৫০,০০০ রুপির মতো জিতে নেন। | এই ছয় মাসে, তিনি দিল্লিতে বেশ কয়েকটি ব্যবসায়িক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং মোট ৫০,০০০ টাকা জিতেন। |
আমার ধারণা, একটা ছোট্ট দেশ হিসেবে দেখলে আমরা কিছু সাফল্য পেয়েছি। | আমার মনে হয়, একটি ছোট দেশ হিসেবে আমরা কিছু সাফল্য অর্জন করেছি। |
এই গাড়িটি যদিও এবড়ো-থেবড়ো রাস্তায় চলার জন্যে তেমন সুবিধাজনক ছিল না, তবে নতুন সুপার সিলেক্ট সিস্টেম সড়কপথে এর চলাচলকে করে আরও তৃপ্তিদায়ক। | যদিও এই গাড়ি এবড়োখেবড়ো রাস্তার জন্য সুবিধাজনক ছিল না, তবুও নতুন অতি-নির্বাচনী ব্যবস্থা রাস্তায় যানবাহনকে আরও বেশি খুশি করে। |
ঠিক কী ঘটছে, তা জানতে তারা অনেকে না কি স্থানীয় থানায়-পুলিশে ফোনও করেছিলেন। | ঠিক কী হচ্ছে, তা জানার জন্য তাদের মধ্যে অনেকে স্থানীয় পুলিশ স্টেশন ও পুলিশকে ফোন করেছিল। |
পঙ্গপাল: বাংলাদেশে ঝুঁকি কতটা? | পঙ্গপাল: বাংলাদেশে ঝুঁকির পরিমাণ কত? |
১৯৮০ সালের দিকে এই পদ্ধতিটি ব্যাপক পরিচিতি লাভ করে এবং প্লাস্টিক সার্জনরা এটি প্রয়োগ করতে শুরু করেন। | ১৯৮০ এর দশকে, সিস্টেমটি ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে এবং প্লাস্টিক সার্জনদের দ্বারা ব্যবহৃত হতে শুরু করে, যারা যুক্তরাষ্ট্রে কাজ শুরু করে। |
তবে ভয়েজারদের সাথে আমাদের এই যোগাযোগ আর বেশিদিন স্থায়ী হবে না। | কিন্তু, ভয়েজারদের সঙ্গে আমাদের যোগাযোগ বেশি দিন টিকে থাকবে না। |
প্রণয় একেবারে নিজের মায়ের মতো আমার খেয়াল রাখত। | আমার নিজের মায়ের মতো প্রেমও আমার যত্ন নিয়েছিল। |
এই সংযোগকে অনেকসময় গাট-ব্রেইন এক্সিস বলা হয়। | এই সংযোগকে কখনও কখনও "গ্যাট-ব্রাইন অ্যাক্সিস" বলা হয়। |
তবে একজন নারী শাসক হওয়ার কারনে তাকে অশেষ দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছিল। | কিন্তু, একজন মহিলা শাসক হওয়ায় তাকে সীমাহীন কষ্টের মুখোমুখি হতে হয়েছিল। |
তিনি বলছিলেন "ইভাঙ্কা ফ্যাশনের সাথে রাজনীতির একটি ব্যালেন্স করতে পারেন। | তিনি বলেন, "ইভাঙ্কা ফ্যাশন ও রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। |
আসলে বিবলোসের তীরে থেমে যাবার পর সিন্দুককে ঘিরে একটা বিশাল গাছ গড়ে উঠেছিল। | বস্তুতপক্ষে, বিবলসের তীরে থেমে যাওয়ার পর, সিন্দুকের চারিদিকে এক বিরাট বৃক্ষ গড়ে উঠেছিল। |
ইতিহাসের দায় পরিশোধ করতে চাওয়া তারকোভস্কির আপত্তি ছিলো এখানেই। | ইতিহাসে তারকোভস্কির ঋণ পরিশোধে আপত্তি ছিল এখানেই। |
দিগন্ত বিস্তৃত নয়নাভিরাম সৃষ্টিশীলতাকে হৃদয়ে ধারণ করার জন্য যেন তারা আকুল হয়ে পড়েন। | তারা ব্যাপকভাবে ছড়িয়ে থাকা নয়নাভিরাম সৃজনশীলতার প্রতি মনোযোগী হতে আগ্রহী। |
পুরো পার্ক যেন সারাক্ষণ আনন্দ ও শান্তির এক বাতাবরণ মেলে ধরে আছে। | পুরো পার্কে মনে হয়েছিল যেন সবসময় আনন্দ ও শান্তির পরিবেশ রয়েছে। |
অমরত্বের অধিকারী দাদি নাতিকে নিজের জীবনের সবথেকে গোপনীয় তথ্য জানানোর বিনিময়ে নিজের মুক্তির চুক্তি করেন। | অমরত্বের দাদী তার নাতিকে সবচেয়ে গোপন তথ্য জানানোর বিনিময়ে মুক্তি দিতে রাজি হয়েছিলেন। |
মূলত কেইনকে ব্যাটম্যানের স্রষ্টা বলা হলেও, বিল ফিঙ্গারেরও এর পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। | যদিও কেইনকে মূলত ব্যাটম্যানের স্রষ্টা বলা হত, বিল ফিঙ্গারও এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। |
প্রথমে অবশ্যই কঠিন ছিল। | প্রথম প্রথমে এটা নিশ্চয়ই কঠিন ছিল। |
মরগান যখন খেয়াল করলেন, স্টোকস তখন মাঝ ক্রিজে। | মরগান যখন খেয়াল করল, তখন স্টোকস পাহাড়ের মাঝখানে ছিল। |
"তারপর গিয়ে বসলাম। | "এরপর আমি গিয়ে বসলাম। |
তার বয়স তখন সবে ষোল। | তার বয়স মাত্র ১৬ বছর। |
সম্প্রতি কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়া মিসবাহ-উল হক যদি সত্যিই পাকিস্তানের ক্রিকেটের এই দুর্দশা ঘোচাতে চান, তবে সবার আগে এই তিনটি বিষয়ের দিকে নজর দিতে হবে। | সম্প্রতি কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক যদি পাকিস্তানের ক্রিকেটের দুর্দশা দূর করতে চান, তাহলে তাকে প্রথমে এই তিনটি বিষয় বিবেচনা করতে হবে। |
এমন কি পাকিস্তানও বা কেন এদের ব্যাপারে আগ্রহী হবে? | এমনকি পাকিস্তানও কি তাদের প্রতি আগ্রহী হবে? |
তাদের উপর হামলা করাটা সহজ। | তাদের আক্রমণ করা সহজ। |
নাকি সেদিন খুব কাছের কেউ ঠকিয়েছিল আনা ফ্রাংকের পরিবারকে? | নাকি সেদিন তার ঘনিষ্ঠ কেউ অ্যান ফ্রাঙ্কের পরিবারকে প্রতারণা করেছিল? |
বিদেশি নাগরিক যদি আমরা বলি তাদের ট্র্যাক করার জন্য আলাদা কোন ইউনিট পুলিশে নেই। | আমরা যদি বলি একজন বিদেশী নাগরিক, তাদের অনুসরণ করার জন্য কোন পুলিশ ইউনিট নেই। |
পরবর্তীতে তার সেসব ভ্রমণকাহিনী ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে ছাপা হয়। | পরে তার ভ্রমণ কাহিনী ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে প্রকাশিত হয়। |
এছাড়া তাঁকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। | তাছাড়া আদালত তাকে সাত দিনের রিমান্ডে প্রশ্ন করার আবেদনও প্রত্যাখ্যান করেছে। |
এতে বলা হয়, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জামালপুর জেলায়। | বলা হয় যে, জামালপুর জেলায় সর্বাধিক হতাহতের সংখ্যা ছিল। |
এরপরে সাদা রঙের পাখিটিকে স্পন্দন করতে দেখা যায়। | এরপর, সাদা পাখিটাকে টানতে দেখা গিয়েছিল। |
গায়া ক্রনাসকে একটি কাস্তে তৈরি করে দিলেন এবং তাকে লুকিয়ে ফেললেন পাতালের গর্তে। | গায়া ক্রনাসকে কাস্তে বানিয়ে মাটির গর্তে লুকিয়ে রেখেছিল। |
হাদিসে আছে, "আবু যার গিফারী (রা) থেকে বর্ণিত। | হাদিসে, "আবু জার গিফারী (রঃ) থেকে বর্ণিত হয়েছে। |
রেডার ব্যবস্থার কাজ কী হবে? | রেডার সিস্টেমের কি হবে? |
তিনি জানান, সব ধরণের বিদেশী ডেলিগেশন কিংবা বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছেও তারা বারবার এসব দাবি তুলে ধরেছেন যাতে করে 'কার্যকর প্রত্যাবাসন হয় ও রোহিঙ্গারা নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারে'। | তিনি বলেন, তারা সব ধরনের বিদেশী প্রতিনিধি বা বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছে বারবার এই দাবি করেছিল যাতে রোহিঙ্গারা "কার্যকরীভাবে প্রত্যাবাসন করে এবং তাদের নিজ দেশে নিরাপদে বসবাস করতে পারে"। |
ক্লেইটমানের দেহঘড়ি নাথানিয়েল ক্লেইটমান একজন বরেণ্য ঘুমবিজ্ঞানী। | ক্লেইটম্যানের ঘড়ি ছিল ন্যাথানিয়েল ক্লেইটম্যান, একজন বিখ্যাত ঘুম বিজ্ঞানী। |
"আমাদের মার্কেটের অনেক দোকানের মালিকই ফেসবুকে পেইজ খুলে, কাপড়ের ছবি তুলে মার্কেটিং করে বিক্রির চেষ্টা করছে। | "আমাদের বাজারের অনেক দোকানের মালিক ফেসবুক পাতা খোলার মাধ্যমে কাপড় এবং বিপণনের ছবি তুলে বিক্রি করার চেষ্টা করছে। |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.